কারা এই কন্টেস্টে অংশগ্রহন করতে পারবেন?
এই বৃষ্টির সিজনে লা রিভ আয়োজিত ”বৃষ্টি নামুক, গল্প জমুক” কন্টেস্টে অংশগ্রহন করতে পারবেন সবাই।
অংশগ্রহনের নিয়মাবলীঃ
১. এই প্রতিযোগিতায় আপনার বর্ষার সেরা মুহুর্তের ফটো বা লা রিভের পোশাকে নিজেকে উপস্থাপন করে বা নিজের পছন্দের কোন ফটো, সাথে বৃষ্টির দিনের স্মৃতি মাখানো কিছু লাইন লিখে আমাদের মেইল করতে হবে।
২. আমাদের মেইল করার ঠিকানা – care.lereve@gmail.com
কন্টেস্ট এর শর্তাবলীঃ
১. প্রতিযোগিকে অবশ্যই গল্পের সাথে রিলেটেড স্মৃতিময় ছবি বা আপনার কোন ছবি লা রিভের পোশাকে এবং লেখা আমাদের মেইল করে পাঠাতে হবে।
২. মেইল এর সাবজেক্ট এ ক্যাম্পেইনের নাম ”বৃষ্টি নামুক, গল্প জমুক” দিতে হবে।
৩. মেইল এর বডিতে আপনার লেখা স্মৃতির গল্প এর সাথে, যোগাযোগের জন্য আপনার পুরো নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং আপনার পেশা উল্লেখ করতে হবে।
৪. প্রতিযোগিতায় অংশগ্রহনের সময়সীমা আগামী ২ জুলাই থেকে ১৬ জুলাই ২০২৪ পর্যন্ত।
৫. এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিদিন মেইলে পাঠানো ছবি এবং লেখা পরদিন লা রিভের অফিশিয়াল পেইজে পাবলিকলি পোস্ট করা হবে। পোস্টের সর্বোচ্চ এনগেজমেন্ট এর পরিমাণ এবং লা রিভ জুরিবোর্ডের সিদ্ধান্তে চূড়ান্ত ১০ জনকে নির্বাচন করা হবে। পোস্টের লিংক অংশগ্রহণকারীদের মেইলে পাঠানো হবে। মেইলকৃত লিংকে ক্লিক করে অংশগ্রহণকারী তার নিজের লেখার পোস্ট দেখতে পারবেন ও এনগেজমেন্ট (লাইক, কমেন্ট ও শেয়ার) বাড়াতে পারবেন।
৬. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কম শব্দে দুই এক লাইনে কিছু লিখতে চাইলে তাও গ্রহণযোগ্য।
৭. প্রতিযোগিদের পাঠানো ছবি ও কন্টেন্ট লা রিভ তার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মার্কেটিং চ্যানেলে প্রচারমূলক উদ্দেশ্যে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
৮. উপহারের বদলে নগদ অর্থ বা সমমূল্যের অন্য কোন পন্যে বিনিময়যোগ্য (exchangeable) নয়।
৯. আপনার দেওয়া যোগাযোগের ঠিকানায় ৩দিনের মধ্যে উত্তর না পেলে পরবর্তী প্রতিযোগিকে বিজয়ী নির্বাচন করা হবে।
১০. যেকোন মুহুর্তে এই কন্টেস্ট এর সময় বর্ধিত করার, শর্তাবলী পরিবর্তন করার বা কন্টেস্ট সমাপ্ত করার সকল অধিকার লা রিভ কতৃক সংরক্ষিত।
১১. প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঠানো একটি গল্পই পোস্ট হবে। একের অধিক গল্প গ্রহণযোগ্য নয়।
১২. পূর্ব প্রকাশিত/ অন্যের লেখা নিজে নামে প্রকাশ (Plagiarism)/ মানসম্মত না হলে লেখা প্রকাশ না করার সকল অধিকার লা রিভ সংরক্ষণ করে।
১৩. কারো লেখা প্রকাশ করার পরে যদি অন্য কেউ লেখার স্বত্ত্ব দাবি করেন, তবে প্রমাণসাপেক্ষে লা রিভ প্রকাশিত লেখা ডিলিট/মুছে দেয়ার অধিকার সংরক্ষণ করে। এক্ষেত্রে লা রিভ কোনভাবেই কোন পক্ষের জন্য দায়ী থাকবে না।