মাঘের শীত গায়ে মাখতেই শুরু হয়ে যায় বিয়ের মরশুম। এই বিয়েকে ঘিরে এক বছর আগে থেকেই শুরু হয়ে যায় প্ল্যানিং। কেনাকাটা, অনুষ্ঠান বাড়ি বুক করা, কেটারার, ফটোগ্রাফি, মেকআপ সে এক এলাহি আয়োজন। সাথে চলতি ফ্যাশন ট্রেন্ড তো আছেই। কীভাবে বিয়ের সেরা সাজে ফুটিয়ে তুলবে নিজেদের সেই নিয়ে মাতামাতি। টানা ৪-৫ দিন ধরে চলে সেই সব অনুষ্ঠান। এই প্রতিটা মুহূর্ত সকলেই চান ক্যামেরাবন্দী করে রাখতে। কিন্তু বিয়ের আসর মানেই শুধু কনে নয়, নজর কাড়েন কনে ও বরের সঙ্গীরাও—বোন-ভাই, বান্ধবী-বন্ধু কিংবা কাছের কেউ। সাজগোজ থেকে শুরু করে প্রতিটি আয়োজনের কেন্দ্রবিন্দুতে তাদের উপস্থিতি এক অনন্য রঙ ছড়িয়ে দেয়।
বন্ধুর বিয়েতে কী পোশাক পরবেন (Bridal Collection), সাজটা কতটা জমকালো ও ট্রেন্ডি হবে আরো কত কি। বাঙালি বিয়ের সাজ-এ কনের সঙ্গী-সাথীরা শুধু অতিথি নন, পুরো আয়োজনের প্রাণ। তাঁদের সাজ-পোশাক, উৎসাহ আর দুষ্টুমিতে ভরে ওঠে বিয়ের প্রতিটি কোণ, যা এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তোলে। বিয়ের দাওয়াতের সাজ-এও ঠিক তেমনই হতে হবে আপনার উপস্থিতি। তবে সাজগোজের সময় কিছু জিনিস মাথায় রাখা জরুরি, যেন আপনার লুক একদিকে হয় নজরকাড়া, অন্যদিকে থাকে বন্ধুর বিয়ের থিমের সঙ্গে মানানসই। চলুন জেনে নেয়া যাক বন্ধুর বিয়েতে কিভাবে সবার নজর কাড়বেন।
মেয়েদের বিয়ের সাজ
থিম বুঝে স্টাইল বাছাই করুন
শাড়ি (Bridal Saree), সালোয়ার কামিজ (Bridal Salwar Kameez), কিংবা টিউনিক (Bridal Tunic) যাই পরুন না কেন তা যেন থিমেটিক হয়। যা ট্রেন্ডি লুক তুলে ধরবে এবং আপনার পোশাক ও সাজের ক্ষেত্রে দারুণ কাজে দেবে। মেয়েদের বিয়ে বাড়িতে যাওয়ার সাজ-এ এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি থিমের সঙ্গে মানানসই পোশাক বাছেন, তবে আপনার উপস্থিতি আরও চমৎকার হয়ে উঠবে। যদি বিয়ে হয় ঐতিহ্যবাহী সাজে, শাড়ি বা কাতান পরতে পারেন। জমকালো গয়না আর হালকা মেকআপ আপনার লুকে এনে দেবে ক্লাসিক একটা ভাব। আর যদি ওয়েস্টার্ন বা ফিউশন থিম হয়, তবে লং গাউন (Bridal Long Gown)বা ওয়েস্টার্ন সালোয়ার কামিজ অথবা টিউনিক পরতে পারেন। সেই ক্ষেত্রে থিমের সঙ্গে মানানসই রং বাছাই করুন, যেমন গাঢ় লাল, সবুজ, গোল্ডেন বা প্যাস্টেল শেড।
শাড়ি, সালোয়ার কামিজ, নাকি গাউন?
পোশাক নির্বাচন করতে গিয়ে আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ি। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে এবং রিসেপশন, প্রতিটি অনুষ্ঠানই নিজস্বতা আর বিশেষত্ব আছে। পোশাকের ক্ষেত্রে কী বেছে নেবেন তা নির্ভর করবে অনুষ্ঠানটির সময়, স্থান এবং পরিবেশের ওপর।
গায়ে হলুদ
গায়ে হলুদের মতো উৎসবমুখর অনুষ্ঠানে লাইটওয়েট এবং উজ্জ্বল রঙের পোশাক দারুণ মানায়। হলুদ, সবুজ, কিংবা কমলা রঙের শাড়ি এখানে প্রথম পছন্দ হতে পারে। চাইলে বেছে নিতে পারেন সুতি বা জর্জেট শাড়ি, যা আপনাকে স্বাচ্ছন্দ অনুভব করাবে। যাঁরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাঁদের জন্য আদর্শ বিকল্প সালোয়ার কামিজ অথবা টিউনিক। বিশেষ করে মিরর ওয়ার্ক বা হালকা এমব্রয়ডারির সালোয়ার কামিজ, যা আপনার পোশাকে ঐতিহ্যের স্পর্শ দেবে।
বিয়ে
বিয়ে বাড়িতে মেয়েদের সাজ এ ভারী কাজের পোশাক আপনার উপস্থিতি দারুণ আকর্ষণীয় করে তুলতে পারে। রেড, গোল্ডেন, বা ডিপ গ্রিনের মতো রঙের শাড়ি (Bridal Saree) এই দিনে সব সময় ট্রেন্ডে থাকে। কাঞ্জিভরম, বেনারসি, বা হেভি সিল্ক শাড়ি বেছে নিলে ঐতিহ্য আর আভিজাত্যের সাথে মানানসই হবে, যা আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তবে যদি শাড়ি না পরতে চান, বিয়ে বাড়িতে মেয়েদের সাজ-এ সালোয়ার কামিজও হতে পারে ভালো বিকল্প। বিশেষত, জরি বা স্টোন ওয়ার্ক করা কামিজ আপনাকে এই দিনে দারুণ দেখাবে।
রিসেপশন
রিসেপশনে ভারি কাজের সালোয়ার কামিজ বা সিকুইনড শাড়ি আপনার রিসেপশন লুককে করবে গ্ল্যামারাস। ভারী কাজের সালোয়ার কামিজ বা সিকুইনড শাড়ি এখানে আপনার রিসেপশন লুককে নতুন মাত্রা দেবে। নেট, শিফন বা জর্জেটের সিকুইনড শাড়ি হতে পারে ক্লাসিক চয়েস। আর তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ আপনাকে ফ্যাশন স্টেটমেন্ট গড়ে তুলতে সাহায্য করবে। যাঁরা গ্ল্যামারের পাশাপাশি আরাম চান, তাঁরা সালোয়ার কামিজ বেছে নিতে পারেন। স্টোন এমব্রয়ডারি বা জারদৌসি ওয়ার্ক করা সালোয়ার কামিজ এই ধরনের অনুষ্ঠানে দারুণ মানায়।
পোশাকের সঙ্গে অ্যাকসেসরিজ মিলিয়ে পরুন
কোন পোশাক পরছেন, তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জরুরি সেই পোশাকের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ (Accessories) নির্বাচন। শাড়ির সঙ্গে হালকা সোনার গয়না বা পোলকি সেট মানানসই। সালোয়ার কামিজের সঙ্গে কানের দুল এবং ব্রেসলেট স্টাইলিশ লুক দিতে পারে। গাউনের সঙ্গে স্টোন স্টাডেড কানের দুল (Earring) এবং মিনিমাল নেকলেস (Necklace) পরতে পারেন।
মেকআপ ও চুলের সাজে ভিন্নতা
বন্ধুর বিয়েতে মেকআপ হওয়া উচিত গ্ল্যামারাস কিন্তু প্রাকৃতিক। আর পোশাক ও গয়নার পাশাপাশি চুলের স্টাইলও গুরুত্বপূর্ণ। বিয়ের পার্টি সাজ-এ গোলাপি বা পিচ শেডের হালকা মেকআপ বেছে নিতে পারেন গায়ে হলুদে। আর চুলের সাজে ট্র্যাডিশনাল খোঁপা বা ফ্লাওয়ার হেয়ার অ্যাকসেসরি বেশ মানাবে। বিয়ের দিন স্মোকি আইজ, গোল্ডেন হাইলাইটার, আর ডিপ লিপ কালার আপনাকে দেবে রাজকীয় লুক, সঙ্গে সাইড কার্লস বা খোলা চুল। আর বিয়ের পার্টি সাজ-এ রিসেপশনে ডিউই ফিনিশ মেকআপ বা শিমারি আইশ্যাডো সাথে ব্রেইডেড বান বা চুলে জুয়েলারি দিয়ে নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারেন।
ছেলেদের বিয়ের সাজ
বন্ধুর বিয়ে মানেই শুধু মজা, আড্ডা আর খাওয়া-দাওয়া নয়—এটা নিজেকে একটু ফ্যাশনেবলভাবে তুলে ধরারও দারুণ সুযোগ। ছেলেদের বিয়ে বাড়িতে যাওয়ার সাজ (Men Bridal Collection) এখন আর শুধুমাত্র মানানসই পোশাক বেছে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে ব্যক্তিত্বের ছাপ থাকাও জরুরি। আজকাল, ছেলেরা ফ্যাশনেবল এবং ট্রেন্ডি সাজে তাদের সাজাতে পছন্দ করে। ফর্মাল শার্ট (Bridal Formal Shirt), স্লিম-ফিট প্যান্টের সঙ্গে স্টাইলিশ ব্লেজার বা স্যুট পরতে পারেন। ইভেন্টের থিম অনুযায়ী রঙ বাছাই করুন, যেমন নেভি ব্লু, মেরুন, কালো বা বেজ শেড, যা আপনাকে দেবে এক অনন্য সেলিব্রিটি লুক। এছাড়া, আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ, টাই, ওয়াচ আপনার সাজে যোগ করবে আরও স্টাইল। সবশেষে, এক্সক্লুসিভ হেয়ারস্টাইলও আপনার লুককে করবে পার্ফেক্ট। এতে করে আপনিই হয়ে উঠতে পারেন পুরো অনুষ্ঠানে স্টাইল আইকন।
গায়ে হলুদের জন্য ফিউশন লুক
গায়ে হলুদের মতো প্রাণবন্ত অনুষ্ঠানে ছেলেদের জন্য আদর্শ পোশাক হলো হালকা রঙের পাঞ্জাবি (Bridal Panjabi)। হলুদ, সবুজ, কমলা বা ম্যাট ফিনিশের সুতির পাঞ্জাবি আপনাকে দিবে আরামদায়ক এবং স্টাইলিশ লুক।পাঞ্জাবির সঙ্গে পরতে পারেন চুড়িদার পায়জামা (Pajama) বা সেমি-ফর্মাল ট্রাউজার। যারা একটু ফিউশন লুক চাচ্ছেন, তারা পাঞ্জাবির সঙ্গে প্রিন্টেড ওয়েস্টকোট (Bridal Waistcoat) পরতে পারেন। পায়ের জন্য হালকা লোফার (Loafer) পারফেক্ট চয়েস।
বিয়ের দিনে ঐতিহ্যবাহী ক্লাসিক লুক
বিয়ের দিন ছেলেদের সাজগোজে থাকা উচিত সামান্য ভারী এবং রাজকীয়। আর্ট সিল্ক, সিল্ক বা কটনের জমকালো এমব্রয়ডারি পাঞ্জাবি বিয়ের দিন আপনাকে দেবে ক্লাসিক লুক। গোল্ডেন, মেরুন বা ডিপ ব্লু রঙের পাঞ্জাবি বেছে নিতে পারেন। পাঞ্জাবির সঙ্গে মানানসই শাল যোগ করলে আপনার উপস্থিতি হবে আরও আকর্ষণীয়। যারা ঐতিহ্যবাহী লুক চান না, তারা শেরওয়ানি পরতে পারেন। ভারী কাজের শেরওয়ানি বন্ধুর বিয়ের দিন আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। জুতো হিসেবে পরতে পারেন লেদার লোফার অথবা বেল্টের জুতো। এতে করে পুরো লুক একেবারে পারফেক্ট হবে।
রিসেপশনের জন্য ওয়েস্টার্ন টাচ
রিসেপশন মানেই একটু গ্ল্যামারাস এবং স্মার্ট লুক। ওয়েস্টার্ন স্টাইলের জন্য থ্রি-পিস স্যুট বা ব্লেজারের (Blazer) সঙ্গে সেমি-ক্লাসিক শার্ট (Bridal Shirt) বেছে নিতে পারেন। কালো, ডার্ক গ্রে, বা নেভি ব্লু স্যুট সব সময় ট্রেন্ডে থাকে। স্যুট পরতে না চাইলে পাঞ্জাবির ওপরেই চাপিয়ে নিতে পারেন ম্যাচিং ওয়েস্ট কোট (Waistcoat)। পায়ের জন্য ফর্মাল অক্সফোর্ড শু বা লেদার লোফার দারুণ হবে। শার্টের সঙ্গে পকেট স্কোয়ার বা ম্যাচিং টাই যোগ করলে আপনার লুক হবে নিখুঁত।
ম্যাচিং পোশাক: ট্রেন্ডে থাকুন
কাপল ম্যাচিং এখন ফ্যাশনের হট ট্রেন্ড। বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীর সঙ্গে ম্যাচিং পোশাক পরা শুধু স্টাইলিশই নয়, বরং আপনার পারস্পরিক সম্পর্কের সুন্দর প্রকাশও ঘটায়। ফ্যাশন ব্র্যান্ডগুলোও এখন ম্যাচিং পোশাকের দারুণ কালেকশন নিয়ে এসেছে, যা আপনাকে এবং আপনার সঙ্গীকে দেবে একে অপরের সঙ্গে পুরোপুরি মানানসই লুক।
হলুদ
গায়ে হলুদের মতো উজ্জ্বল এবং প্রাণবন্ত অনুষ্ঠানে রঙিন ম্যাচিং পোশাক পরার সুযোগ একদমই মিস করবেন না। ছেলেরা পরতে পারেন সাদামাটা হলুদ বা হালকা কাজ করা পাঞ্জাবি। আর মেয়েরা একই রঙের হালকা ওয়ার্ক করা শাড়ি বা সালোয়ার কামিজ। ছেলে-মেয়ের পোশাকে হালকা সোনালি বর্ডার বা ফ্লোরাল মোটিফ থাকলে পুরো লুক হয়ে উঠবে আরও আকর্ষণীয়।
বিয়ের দিন
বিয়ের দিন ঐতিহ্য আর গ্ল্যামারের এক দারুন কম্বিনেশন হতে পারে আপনার ম্যাচিং পোশাক ছেলেরা এমব্রয়ডারি বা ভারী কাজ করা ডিজাইনের পাঞ্জাবি সাথে ওয়েস্টকোর্ট। মেয়েরা ভারী কাজের শাড়ি বা সালোয়ার কামিজর গাঢ় লাল, মেরুন, কিংবা গোল্ডেন শেডের পোশাকগুলো একে অপরের সঙ্গে চমৎকার মানাবে।
রিসেপশন
রিসেপশনে আরও কিছুটা গ্ল্যামার যোগ করতে গাউন, শাড়ি এবং টিউনিকের সঙ্গে সঙ্গীর পোশাক মিলিয়ে নিন। ছেলেরা পাঞ্জাবি বা স্যুট ব্লেজার আর মেয়েরা পরতে পারেন সিকুইনড শাড়ি, লেহেঙ্গা বা জমকালো টিউনিক। সিলভার, হোয়াইট, ডার্ক ব্লু, এমারেল্ড গ্রীন, কিংবা ওয়াইন রঙের পোশাক এই অনুষ্ঠানের জন্য দারুণ মানাবে।
প্রতিটি বিয়ে একেকটি গল্প। বন্ধুর বিয়ের সাজগোজ মানে শুধুমাত্র পোশাক নির্বাচন নয়, এটি হলো আপনার ব্যক্তিত্ব এবং স্টাইল ফুটিয়ে তোলার সুযোগ। এই গল্পের স্মৃতি হয়ে থাকে সাজগোজ, আনন্দ, আর ছবিতে বন্দি মুহূর্তগুলো। অনুষ্ঠান অনুযায়ী থিম বুঝে পোশাক, মেকআপ এবং অ্যাকসেসরিজ নির্বাচন করলেই তৈরি হবে আপনার নজরকাড়া লুক। আর ট্রেন্ডের সঙ্গে মানিয়ে চলতে কাপল ম্যাচিং বা থিমেটিক পোশাক তো আছেই। তাই পরিকল্পিত এবং নিজের স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানানসই সাজগোজই আপনাকে করে তুলবে আয়োজনে অনন্য।
- জে এফ জ্যোতি (ফাইজান)