ঈদের পার্টি লুক: ট্রেন্ড ও টিপস

ঈদের পার্টি লুক: ট্রেন্ড ও টিপস

ঈদের পার্টি লুক: ট্রেন্ড ও টিপস

ঈদের খুশি মানেই নতুন জামা-কাপড়, সাজগোজ আর পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। আর ঈদের পার্টিতে স্টাইলের ছোঁয়া না থাকলে যেন সব কিছুই অসম্পূর্ণ লাগে! দিন যতই এগোচ্ছে, ততই বদলে যাচ্ছে ফ্যাশনের ধরন। তাই ঈদের পার্টির জন্য শুধু নতুন পোশাক বাছাই করলেই হবে না, জানতে হবে কোন কোন ট্রেন্ড এখন জনপ্রিয়। এই ব্লগে আমরা কথা বলবো ঈদ পার্টির সাজ-পোশাকের নতুন ট্রেন্ড, স্টাইলিং টিপস আর কিছু সহজ ফ্যাশন আইডিয়া নিয়ে—যাতে আপনি ঈদের আয়োজনে থাকেন একদম পারফেক্ট লুকে!

ঈদের পার্টি লুক পোশাক

এই ঈদে কোন ধরনের পোশাক ট্রেন্ডে আছে?

ঈদের সময়টায় সবাই চায় নিজেকে একটু আলাদা দেখাতে। আর তাই প্রতি বছর ঈদের ফ্যাশনে আসে নতুন নতুন ট্রেন্ড। চলুন দেখে নেওয়া যাক এই বছর কোন ধরনের পোশাকগুলো বেশি জনপ্রিয়:

১. ফ্লোয়ি আরামদায়ক পোশাক:

এই ঈদে সবচেয়ে বেশি নজর কাড়ছে হালকা ও আরামদায়ক কাটের পোশাক। যেমন—ফ্লেয়ার্ড কুর্তি, আয়লাইন কামিজ, লং গাউন টাইপ টিউনিক ইত্যাদি। এসব পোশাক দেখতে যেমন এলিগ্যান্ট, পরতেও তেমন কমফোর্টেবল।

২. প্যাস্টেল আর্দি টোনের রঙ:

চোখ ধাঁধানো রঙের বদলে এবার ট্রেন্ডে রয়েছে প্যাস্টেল পিঙ্ক, পার্পল টনিক, ওয়াশড্ ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস, মিউটেড গ্রিন, স্যান্ড বিঞ্জ, সানসেট ইয়েলো বা ব্রিক রেডের মতো আর্দি শেড। এগুলো একদিকে পরিপক্কতার ছাপ দেয়, অন্যদিকে ঈদের দিনে অনেক ফ্রেশ ও স্নিগ্ধ দেখায়।

Couple eid party look

৩. ট্র্যাডিশনাল ডিজাইনে নতুন ছোঁয়া:

এই বছর ট্র্যাডিশনাল মোটিফ, ব্লক প্রিন্ট, মুগল অনুপ্রাণিত ঝারোখা প্রিন্ট ডিজাইন আবার ফিরে এসেছে। তবে এবার একটু বেশি মডার্ন টাচে। যেমন—ফয়েল প্রিন্ট, মিক্সড এমব্রয়ডারি, বা হ্যান্ড স্টিচের ফিনিশিং।

৪. সেট ওয়্যার ট্রেন্ড:

ম্যাচিং থ্রি-পিস বা কোরড সেট এখন অনেক বেশি জনপ্রিয়। একই ডিজাইনের কামিজ-প্যান্ট-ওড়না বা টপ-প্যান্ট-কিমোনো কম্বিনেশন এখন বেশ জনপ্রিয়। এগুলো দেখতে স্মার্ট এবং সাজতেও সময় লাগে কম।

৫. গর্জিয়াস অথচ মিনিমাল লুক:

অনেকেই এখন চটচটে গর্জিয়াসের বদলে মিনিমাল অথচ স্টাইলিশ লুক পছন্দ করছেন। হালকা এমবেলিশমেন্ট, সূক্ষ্ম কাঁথা স্টিচ বা টোন-অন-টোন এমব্রয়ডারি এই ঈদের অন্যতম ট্রেন্ড।

ঈদের পার্টি লুক পোশাক

পার্টি লুকের জন্য ফ্যাব্রিক ও রঙের সেরা পছন্দ

ঈদের পার্টিতে গ্ল্যামারাস ও আকর্ষণীয় লুক পেতে ফ্যাব্রিক ও রঙের সঠিক কম্বিনেশন খুবই জরুরি।

কোন ফ্যাব্রিক বেছে নেবেন?

পার্টি লুকের জন্য শিমারিং বা সফট ফিনিশিংয়ের ফেব্রিক জনপ্রিয়। সিল্ক, মসলিন, ক্রেপ, ভেলভেট বা অর্গানজা দারুণ মানিয়ে যায়। হালকা ঝলমলে টেক্সচার, কাচুপির কাজ বা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ থাকলে আরও ভালো।

কোন রঙ হবে পারফেক্ট?

গোল্ডেন, রোজ গোল্ড, মেটালিক ব্লু, বারগান্ডি বা ক্লাসিক ব্ল্যাক– ঈদ পার্টির জন্য এসব রঙ দারুণ ট্রেন্ডি। পাশাপাশি, সফট পিঙ্ক, ল্যাভেন্ডার বা মিন্ট গ্রিনের মতো প্যাস্টেল শেডও চলছে, বিশেষ করে ডে পার্টির জন্য।

সঠিক ফ্যাব্রিক ও রঙ বেছে নিলে ঈদের পার্টিতে নজর কাড়তে পারবেন আপনিও!

সন্ধ্যার পার্টির সাজ-পোশাকে

সন্ধ্যার পার্টির জন্য আলাদা সাজ ও পোশাকের টিপস

সন্ধ্যার পার্টির সাজ-পোশাকে দিনের চেয়ে একটু বেশি ঝলক আর গ্ল্যামার থাকা জরুরি। আলো-আঁধারির এই সময়টাতে সিল্ক, মসলিন, ভেলভেট বা সিকুইন কাজের পোশাক দারুণ মানিয়ে যায়। লং কামিজ, কেপ সেট, লেহেঙ্গা স্টাইল সালোয়ার কামিজ কিংবা সিকুইন টপ-প্যান্ট কম্বিনেশন এখন অনেকটাই ট্রেন্ডি। সন্ধ্যার সাজে রঙের দিক থেকেও গাঢ় ও চকচকে টোন বেছে নেওয়াই ভালো—যেমন বারগান্ডি, নেভি ব্লু, এমারাল্ড গ্রিন, রোজ গোল্ড বা ক্লাসিক ব্ল্যাক। পোশাকে যদি সিকুইন, স্টোন বা ফয়েল কাজ থাকে, তাহলে তা সহজেই এনে দেয় পার্টি ফিনিশিং।

সঙ্গে বড় ইয়াররিং, স্টেটমেন্ট নেকলেস, ছোট ঝলমলে ক্লাচ ব্যাগ আর হালকা গ্লিটার মেকআপ থাকলে পুরো লুক হয়ে ওঠে আরও বেশি আকর্ষণীয়। মেকআপে স্মোকি আইস, শিমারি হাইলাইটার আর বোল্ড লিপস্টিক এখন সবচেয়ে জনপ্রিয়। হেয়ার স্টাইল হিসেবে ওভেন কার্লস, লো বান বা হাফ ক্লাচ লুক ট্রাই করলেও জমে যাবে পুরো লুক। সব মিলিয়ে, সন্ধ্যার সাজে থাকা চাই একটু স্পেশাল টাচ, তাতেই হয়ে উঠবেন সবার চোখে আলাদা।

Couple eid party look

পার্টি লুক, কিন্তু কমফোর্ট যেন না হারিয়ে যায়

পার্টি লুক চাই, কিন্তু পুরো রাত যেন স্বাচ্ছন্দ্য বজায় থাকে, এমন পোশাক বেছে নিন। সিল্ক বা ক্রেপের লম্বা গাউন বা টিউনিক পরুন, যা ফ্লোউই হলে ভালো। প্যান্ট বা স্কার্টের সঙ্গে ম্যাচিং কামিজ বা টপ বেছে নিন, যাতে কমফোর্টেবলি চলতে ফিরতে কোন সমস্যা না হয়। নরম স্যান্ডেল বা লো-হিল জুতা পরুন, যা দীর্ঘ সময় ব্যবহারেও আরামদায়ক। মেকআপ ও হেয়ার স্টাইলে হালকা গ্লো ও সহজ স্টাইল রাখুন। এই ধরনের সাজে আপনি পার্টিতে থাকবেন স্টাইলিশ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ!

ফ্যাশনে একটু আলাদা হতে চাইলে—ট্রেন্ডের বাইরে কিছু চমৎকার আইডিয়া

ফ্যাশনে কিছু নতুন ও আলাদা ট্রাই করতে চাইলে, একটু সাহসী হতে হবে। এই বছর যদি আপনি ট্রেন্ডের বাইরে গিয়ে নিজের স্টেটমেন্ট তৈরি করতে চান, তাহলে এই কিছু আইডিয়া আপনার সাজে নতুনত্ব আনবে।

. প্যাটার্ন ব্লেন্ডিং:

একটি পোশাকে একাধিক প্যাটার্ন মিশিয়ে ট্রাই করুন। যেমন, সেন্ট্রাল প্যাটার্নের সঙ্গে ছোট স্ট্রাইপস বা ডট প্যাটার্ন কম্বিনেশন। এই কৌশলটা আপনাকে দেয় এক্সট্রা ফ্যাশনেবল লুক।

. এক্সপেরিমেন্টাল কালার ব্লকিং:

একটি পোশাকে একাধিক উজ্জ্বল বা অস্বাভাবিক রঙের ব্লকিং ট্রাই করুন। যেমন, ইয়েলো ও নেভি ব্লু বা পিঙ্ক ও গ্রীন কালারের মিক্স, যা সোজা চোখে পড়বে।

Women Eid Party Dress

. লেয়ারিং:

একটি পোশাকে একাধিক লেয়ারের শৈলী যুক্ত করুন, যেমন একটি কামিজের ওপর শর্ট বা লং শ্রাগ। এই লেয়ারের মাঝে ডিফারেন্ট টেক্সচার বা ফ্যাব্রিক রাখলে আরও আকর্ষণীয় দেখাবে।

. এক্সেসরিজের নতুন ব্যবহার:

ফ্যাশনেবল ব্যাগ, হ্যাট বা কান খালি রাখুন বা হালকা কিছু পরুন, যা পুরো লুককে একদম নতুন ও ট্রেন্ডি করে তুলবে।

. ডিটেইলসের দিকে নজর:

পোশাকের ছোট ছোট ডিটেইল, যেমন ভিন্ন স্টাইলের সেলাই, এমব্রয়ডারি বা লেজার কাট প্যাটার্ন ব্যবহার করুন। এসব পোশাককে দেখায় আরও স্টাইলিশ ও এক্সক্লুসিভ।

ফ্যাশনে একটু আলাদা হতে চাইলে এই ট্রেন্ড-আউট আইডিয়া গুলো চেষ্টা করতে পারেন, যা আপনাকে করবে আরও ইউনিক!

Women Eid Saree

ঈদের সাজগোজে এবার ট্রেন্ডের বাইরে গিয়ে নতুন কিছু করতে চাইলে, আপনার কাছে প্রচুর অপশন রয়েছে। ফ্যাশন শুধু কেবল স্টাইল নয়, এটি আপনার ব্যক্তিত্বেরও এক অভিব্যক্তি। আপনার পোশাক এবং সাজের মাধ্যমে আপনি অন্যদের থেকে আলাদা ও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। সঠিক ফ্যাব্রিক, রঙ, ডিজাইন এবং এক্সেসরিজের সঠিক মিশ্রণ আপনাকে দেবে একটি নিখুঁত ঈদ পার্টি লুক।

চাইলে আপনি ট্রেন্ডের বাইরেও কিছু নতুন আইডিয়া ট্রাই করতে পারেন, যা আপনার স্টাইলকে আরও ইউনিক করে তুলবে। সবশেষে, ঈদ মানে আনন্দ, একসঙ্গে সময় কাটানো এবং নিজেকে সেরা লুকে উপস্থাপন করা। সুতরাং, ঈদে নিজের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভুলবেন না, আর পরিবার-বন্ধুদের সঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করুন!

  • ফাতেমাতুজ্জোহরা আফিয়া
  • No products in the cart.
Filters
x